Q&A! (পাবলিক প্রশ্ন-উত্তর)

আপনার প্রশ্ন করুন, অপেক্ষা করুন, ইনশা-আল্লাহ আমাদের টিম মেম্বর উত্তর দিবে।

49 thoughts on “Q&A! (পাবলিক প্রশ্ন-উত্তর)”

  1. bhaia amar ki kono tools / additional kichu kena lagbe? I mean marketing budget er baire ki r kono cost ache?

  2. bhaia assalamualikum,
    asha kori valo achen, apnar video dekhe ami onk inspired. amar kono laptop / computer nai. ami ki mobile diye kaj korte parbo? kindly janaben bhaia.

  3. ভাইয়া আপনাদের ফেসবুকে দেখলাম আপনাদের নাম্বার পরিবর্তন হইসে, এটা কি সত্যি? নাকি ফেসবুক হ্যাক হলো?

    1. জ্বি ভাই, আমাদের টিমের সিদ্ধান্ত মোতাবেক সাপোর্ট / হোয়াটসএপ নাম্বার পরিবর্তন করা হয়েছে। যা ইউটুব / ফেসবুক / ওয়েবসাইটে উল্যেখ করা হয়েছে। আপনার সচেতনতার জন্য ধন্যবাদ।

  4. আমি কাজটা করতে আগ্রহী আছি,, প্রথমে শুরু কিভাবে করবো

    1. দয়া করে আমাদের FAQ দেখে নিন। কাজ শুরু করতে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।

  5. আসসালামু আলাইকুম ভাই,
    আশা করি আপনি ভালো আছেন। আপনার ভিডিও দেখেছি, সত্যি বলতে খুব ভালো লেগেছে। আমার বর্তমানে কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই, মোবাইল দিয়ে কাজ করতে হবে।

    আমি মূলত ২০০ থেকে ৩০০ ডলারের বাজেট নিয়ে কাজ শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু আগে এক জায়গায় প্রতারিত হয়েছি। তাই একজন ভালো মানুষ খুঁজছিলাম। মনে হয় আপনার মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা পেয়েছি।

    আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। ইনশা আল্লাহ আমি আপনার সাথে দীর্ঘ সময় কাজ করতে চাই।

    ধন্যবাদ ❤️

    1. আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। এই পেইজটি মূলত প্রশ্ন-উত্তরের জন্য করা হয়েছে। আপনার রিভিউ দিতে ভিজিট করুন Public Review পেইজ এ।

    1. আপনি যদি Adsterra নিয়ে কাজ করতে চান তাহলে Adsterra Smart Link / Direct Link / Landing Page এ পেইড এডস চালাতে পারবেন, আপনি নিজেই এড চালাবেন, আমরা আপনাকে সহযোগীতা করব।

  6. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
    ৩০০ থেকে ৪০০ ডলার যে এক্সপেন্স করব এটা কি শুধু এডভার্টাইজমেন্ট কস্ট নাকি এর সাথে আরো আদারস টুলস কস্ট আছে একটু জানাবেন।

    1. ওয়ালাইকুম আসসালাম,
      পেইড মার্কেটিং এ কোন টুলস লাগে না, যদি লাগে তা আমরা প্রোভাইড করব, এবং মার্কেটিং ব্যতিত অন্য কোথাও কোন কস্ট নেই। মার্কেটিং আপনার নিজস্ব একাউন্ট থেকে করা হবে এবং সবকিছু আপনার নিয়ন্ত্রনে থাকবে। আমাদের কোন অগ্রিম পেমেন্ট দিতে হবে না।

  7. ভাইয়া আমি শিখতে চাই, কিন্তু আমার কম্পিউটার বা লেপটপ নাই, আমি কি মোবাইল দিয়ে শিখতে পারবো, আর পারলেও আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো?

    1. জ্বী ভাই, আপনি মোবাইল / স্মার্টফোন দিয়ে কাজ করতে পারবেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন।

  8. ল্যান্ডিং পেজ অফার সিলেক্ট এগুলো কি আপনারা করে দেন?

    1. অফার সিলেকশন / ল্যান্ডিং পেইজ আমরা করে দেই না। তবে আপনি আমাদের বেসিক ক্লাসে শিখতে পারবেন, যা প্রি-রেকর্ড ভিডিও এবং লাইভ ক্লাসে শেখানো হয়ে থাকে।

  9. ভাইয়া এখানে মিনিমাম কত টাকা হলে ক্যাম্পেইন রান করা যাবে?

    1. বাজেট নির্ভর করে আপনার লক্ষ্য, টার্গেটেড মার্কেট এবং প্রচারিত অফারের ধরনের ওপর। সাধারণত Adsterra/CPA মার্কেটিংয়ের জন্য সর্বনিন্ম $100 দিয়ে শুরু করতে পারবেন। তবে স্টান্ডার্ড বাজেট $300 রাখা উত্তম। তবে, বড় ইনকামের জন্য বাজেট $400-$500 বা আরো বাড়ানো যেতে পারে। আপনি ফ্লেক্সিবল ভাবে $150 / $200 / $250 বাজেট নিয়েও কাজ শুরু করতে পারেন। বাজেট বিষয়ে আরো বিস্তারিত জানতে এই ভিডিও দেখুন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে সঠিক দিকনির্দেশনা প্রদান করি।

  10. সারোয়ার হোসেন

    ভাইয়া ফ্রি মার্কেটিং করতে পারবো না মোবাইল দিয়ে তারপর পেইড মার্কেটিং করব

    1. ভাই আপরা ফ্রী মার্কেটিং অথবা ফেইক কোন কাজ করি না। আমরা শুধুমাত্র অথেনটিক পেইড মার্কেটিং এর মাধ্যমে কাজ করে থাকি।

  11. Md. Nazmul Islam

    আমি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী সেক্ষেত্রে কি কি পদক্ষেপ কমপ্লিট করলে আপনারা আমাকে টিম মেম্বার হিসেবে গ্রহণ করবেন এবং যাবতীয় টিপস টিপস আমার কাছে শেয়ার করবেন। আরেকটি বিষয় অন্য ভাইদের কমেন্টে দেখলাম ওয়েবসাইটের বিষয়ে একটা কথা আছে এখানে কি ওয়েবসাইট খোলা লাগবে। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি আমার মূল কথা আপনাদের সাথে কাজ করার জন্য স্টেপ বাই স্টেপ কোন প্রক্রিয়াগুলো শেষ করলে আপনাদের সাথে এটাচমেন্ট হওয়া যাবে এবং আপনাদের সাথে কাজ শুরু করতে পারব।

    1. আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
      আপনি ওয়েবসাইট দিয়ে অথবা ওয়েবসাইট ছাড়া কাজ করতে পারবেন। আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন, সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা হবে।

  12. আমিতো এই প্লাটফর্ম এ একদম নতুন তাহলে আমি কি কাজটি করতে পারব? শিওর ইনকাম করতে পারব আমি নতুন হওয়া সত্ত্বেও???

    1. সবাই একদিন একটি জায়গায় নতুন থাকে, ধীরে ধীরে কাজ করার মাধ্যমেই অভিজ্ঞতা অর্জন হয়। আপনি পরিশ্রম করলে, প্রপার ওয়েতে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন।

    1. এসকল তথ্য জানতে দয়া করে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।
      হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +8801817893462

  13. md.safiqul islam

    amar adsterra account theke 2 month e free marketing kore $2.92 balance hoyeche . amar adsterra paid marketing somporke kono ideo nai . tai apnar sathe jogajog kortechi.

    1. এসকল তথ্য জানতে দয়া করে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।
      হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +8801817893462

  14. আমি যদি ২৫০$ নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আপনাকে কত % এর রেভিনিউ শেয়ার করতে হবে? আর ২৫০$ মার্কেটিং বাজাটে আনুমানিক কেমন আর্নিং হবে?

  15. আপনার পুরো ভয়েসটা আমি শুনেছি। আমি কয়টা কোশ্চেন করবো শুধু আনসার দিলেই হবে
    ১. এই কোর্স করতে গেলে কোন টুলস কিনতে হবে কিনা? যদি হয় তা কত? Website লাগবে কিনা।
    2. যে মার্কেটিং করব বা যে টাকা আসবে, সে টাকা উঠানোর জন্য, নিশ্চয়ই একটা ইন্টারন্যাশনাল গেটে ওয়ে বা অ্যাকাউন্ট লাগবে লাইক webmoney, PayPal etc. করতে হবে কিনা বা যদি করতে হয় তাহলে কত টাকা লাগবে?
    3. আপনার কোর্স করতে কতদিন লাগবে ক্লাস কখন হবে?
    4. কোন রেজিস্ট্রেশন ফি লাগবে কিনা?
    5. এড রান ছাড়া কি এখান থেকে ইনকাম করা যাবে?

    1. ধন্যবাদ, আপনার প্রশ্নের ‍উত্তর দিচ্ছিঃ
      ১। যেহেতু আমরা পেইড মার্কেটিং করি, এখানে কোন টুলস লাগবে না, লাগলেও সেটা আমরা প্রোভাইড করবো, এবং বিনামূল্যে।
      ২। হ্যা, ইন্টারনেশনার গেটওয়ে তো লাগবেই। আপনি Binance / Bybit / Bitget/ WebMoney, Payeer etc. ব্যবহার করতে পারবেন।
      ৩। ক্লাস শিডিউল আপনাদের ইনবক্স এ দেওয়া হবে, সাধারণত ২-৩ টি লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাস পাবেন।
      ৪। না, কোন ধরনের রেজিষ্ট্রেশন ফী নেই।
      ৫। যেহেতু আমরা পেইড মার্কেটিং করবো, সেহেতু এড রান করা ছাড়া ইনকাম হওয়ার কোন সুযোগ নেই।

  16. আপনার এক ভিডিওতে দেখলাম paid marketing করলে লস হয়না কথা কি সত্যি???

    এক IP দিয়ে যদি কয়েকটা adsterra account থাকে তাহলে কি কোন সমস্যা হবে??? কারন আমি যে wifi ব্যাবহার করি টা এক ip দিয়ে অনেক জায়গাই লাইন দেয়া???

    1. Paid Marketing e loss hobe na, 100% guaranteed! Tobe proper way te kaj korte honbe, 100% quality traffic drive korte hobe. Multiple account manage korar process vinno, egula amra amader live class e dekhai dei.

  17. Md :Rayhan Kabir

    I am completely new to this platform, so brother, am I suitable for this platform?
    And one more question—how can I connect with you?

Leave a Reply to Monnab Ahmed Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top